অণুকবিতা

২০.

প্রেমে কান পেতে আছে  
আজ কি কোনো বুয়া  ?
জানি সেও প্রেম ভাষা
নয় একটুও  ভুয়া ।

২১.

মুগ্ধতা মোর প্রিয় তুমি
ঠুঁটের নিচে মুচকি হাসি
রেখো ।

নিরব বৈকালে সূর্য হেলে পড়ে
ঘোর কুয়াশা ছাপিয়ে মোর মনে
রেখো ।

২২.

সুদূরপ্রসারী চোখে দেখেছি তোমায় যেদিন
চোখের জল  মনের কথা বলেছিল সেদিন ।