চোখের এক ভালোলাগা থেকে যায় মনে,
কে পারে ভাই তার দুচোখ সরিয়ে নিতে,
ভালোলাগা মায়ায় গাঁথা কথাগুলো থেকে?

মনের আঙিনায় জমে থাকা শত কথা-বুলি,
শুনতে চায় না কেউ, কেউ ডুবে থাকে আত্মালাপে।
নিশাচর চোখ ভেসে থাকে যেন মোহের আবেশে।

ভালোলাগার বিহ্বলতায় কাঁদে হৃদয়,
চোখ মেলে দেয় তার নীরব শরীরী ভাষা।
হাতের তালুর উত্তাপ ছড়ায় দেহমনে,
তবুও কি ভালোলাগার রেশ শেষ হয়?
দেখি না কত মনে ভালোবাসা জন্মায় !

চোখের চাহনির আবদার থেমে গেলে,
ভালোলাগার গহীন টান থেকেই যায় মনে।
অমিলের জালে ভালোবাসা হয় না সম্পূর্ণ,
দেহাত্মীয় ভালোবাসা যেন বাড়ায় কামনার ভার।

বিড়ালের চোখ খুঁজে নেয় মানুষের দৃষ্টি,
পৃথিবীর অনেকের নেই সে দিকের খোঁজ।
বৃষ্টির টানে যেমন মাটি ভিজে যায়,
কিছু মানুষের ভালোবাসা ঠিক তেমনই খাঁটি।

জলের কোলাহলে ঘেরা নদীর ভালোবাসা,
ফুলের গন্ধে ভরা টানে পাখির ভালোবাসা।
হৃদয়ের গভীরে বেঁধে থাকা মানুষের ভালোবাসা।

ভালোলাগার জন্ম থেকেই জন্ম নেয় ভালোবাসা,
কখনোই বৃথা হয় না, মিথ্যে হয় না নিমেষে।
কি গভীর মায়া-মোহে গাঁথা সে ভালোবাসা!
মোহভঙ্গের নিরাশায়ও থেকে যায় তার চিহ্ন।