হাঁটের মানুষ
যাচ্ছে হাঁটে,
চাষীর কাঁধে
যাচ্ছে পাটে।
মুদির দোকান
বাজার ঘেঁষে,
পথটা ধরেই
কলিমুদ্দি
যাচ্ছে পিছে।
বলছে যেনো
কথা হেসে,
কিনবে মিস্টি
হেসে হেসে।
কিসের তরে?
নতুন কুটম
আসছে ঘরে।
দোকানেতে
ভিড় জমেছে,
পাটের গ্যাঁটে
বাঁধা পড়েছে।
ছেলে মেয়ে
স্কুলে শেষে,
মুদির দোকান
এসে কাছে,
মুচকি হাসে
আপন ভরে।
আটকে গেছে
পাটের বেঁচে,
কিনবে কিসে
বাজার যেচে ।
দাম কমেছে
পাটের মণে
বিক্রি থেমে
জনে জনে ।
নতুন পাত্র
খুশি মনে,
কুটম নিয়ে
যাবে বনে ।
------------