বাংলা সাহিত্যের বাকপ্রতিম,
সাহিত্যের মহা প্রাণ,
এক নামে পরিচিত তিনি,
রবি ঠাকুর তাঁর শান।
আছে সাহিত্যের সব শাখায়,
অমূল্য তাঁর দান,
তাঁর সৃষ্টি কর্মের হয়নি বুঝি,
আজও সঠিক মূল্যায়ণ।
সাহিত্য সমৃদ্ধিকরণে,
কে আছে তাঁর মতো অগ্রিম,
তাঁর জ্ঞানের আলোয়,
সমৃদ্ধ সাহিত্যাঙ্গণ।
দ্বিগবিজয়ী কবি তিনি,
কলমে পাবে স্বাক্ষর,
ছোট বেলার মধুর স্মৃতি,
আত্মজীবনী অক্ষর।
পালন করি তাঁর জন্ম উৎসব,
ভুলে হিংসা বিদ্বেষ
ছড়ে আছে পৃথিবীর তার
সব দিকে সুনাম বেশ ।
জাতি তাঁরে রাখবে স্মরণ,
আমৃত্যু চিরকাল,
গীতাঞ্জলির জন্যে সবার মাঝে,
কুড়েছে যশ খ্যাতি।
সবার তঁরে পরিচিত পান,
হন তিনি বিশ্ব কবি,
গান, কবিতা, নাটকে ছিল,
যার অবাধ বিচরণ।
এই জাতি যেন ভুলে না তাঁর,
সব সৃষ্টি অবদান,
তাঁর সে কীর্তি হবে না বৃথা,
কোনোদিন তাঁর ক্ষয়।
সৃষ্টি জগৎ বাঁচবে যতদিন,
হবে না তাঁর লয়,
বঙ্গ ভূমির বিস্ময় তিনি,
গর্বিত বীর সন্তান।
এই কবি পেয়ে ধন্য বিশ্ব,
সবাই হই বিস্ময়,
জন্ম দিনে স্মরণ তাঁরে,
দেই শ্রদ্ধাজ্ঞলি।
আমরা যেন তাঁর প্রতি,
শ্রদ্ধাশীলই থাকি।
তাঁর সৃষ্টি চিরকাল বেঁচে থাক
যতদিন পৃথিবী থাকবে,
শব্দে শব্দে বাক্যবাণে
বিশ্বে তাঁর কীর্তি রবে।
জ্ঞানে তিনি বৈচিত্র্যময়ি
জীবনের রূপ রেখায়,
আমরা তাঁর পদচিহ্নে,
চলব আজীবন সবাই।
-----------------------