কবিতা আমার
ভীষণ ভালোলাগা রোজ সকালের দিন ।
কবিতা আমার
রাত জাগা স্বপ্ন গড়িয়ে যায় বেলা দিন ।  
কবিতা আমার
ভোরের পাখির কলতান , বাজে বুকে রিন ।
কবিতা আমার
ভাবনার খরাগ, জাগায় মনে নতুন বিন ।
কবিতা আমার
পরম যত্নে  লেখা বিশেষ ভাবপত্র ।
কবিতা আমার
আদরে লালন করা সন্তানতুল্য ।
কবিতা আমার
পেশা নয় কিছু , নেশার অপর এক নাম ।
কবিতা আমার
শত মানুষের প্রেরনা,  সম্মানেরই এক  দাম ।
কবিতা আমার
ভোরের পাখির কলতান , বাজে বুকে রিন ।