কে কাহারে করে মূল্যায়ন ,
কে দেয় কাহারে দাম, সাহিত্য আসর খুলে বসে আছে,
ঠিক পায়  না আসল কবি দাম একদম ।
সাহিত্য তার  স্বরূপ অন্বেষণে কবি রে করে খোঁজ ,
কাকের মতো ছড়িয়ে  আছে কবির যত দোষ ।
সাধারণ পাঠক পড়ে কবিতা পায় না কোনো হুঁশ।

সাহিত্যের মূল পরিচয়  ঠিক জানা নাই বহু কবির,  
লেখে যায় তলাবিহীন ,তালহীন,পায় না খুঁজে সুর ।  
কবিতার  চেয়ে ছবির গল্প অতি ভালো লাগে তার
তাই পাঠক পায় না মজা তাতে, রস আনন্দের ভর ।  
পত্রিকায় দেখো ছাপা হয় কথা সাহিত্য পাতা দিয়ে
কবিতা কি আজ বিজ্ঞাপনে  ছাড়,  প্রভাকর নিয়ে ?