এই জীবনে শেখার আছে অনেক কিছু বাকি,
জীবন চলার পথে মোরা, কে কার কথা রাখি?
জ্ঞানী লোকের কদর করতে ক'জনই বা জানি,
তাই এখন সব জায়গায় দেখি চলছে হানাহানি।
যে সমাজে জ্ঞানী লোকের হয় না কথা মানা,
সে সমাজ চলে মূর্খ লোকের কথায় তা জানা।
টাকা-কড়ি, ক্ষমতার দাপটে পদ-পদবি বাগে,
এমন লোকের অভাব নাই, তারা থাকে আগে।
উপরওয়ালা মামা-খালা, থাকে ফুফাত ভাই,
পদ-পদবি বাগিয়ে নেওয়া সহজ উপায় তাই।
কোন দেশে বাস করি, কোন দেশে থাকি,
দেশে দেখি কত ঘটনা সত্য নয় যেন ফাঁকি।
ত্যাগী দেশপ্রেমিকেরা আজ পায় না কেন দাম,
হিসাব মেলাই, পাই না খোঁজ, ঠিক মানুষের নাম।
মেধাবী মস্তিষ্ক থাকুক দেশে, হবে দেশের সুনাম,
পাবে ভালোবাসা, আনবে খ্যাতি, মূল্য অবিরাম।
সমাজ আজ অন্ধকারে ডুবে অসৎ লোকের সাথে,
নিত্য বাড়ছে অন্যায়, সত্য বলার নাই শক্তি হাতে।
এভাবে যদি দেশটা চলে, মোরা কেমনে সভ্য হই?
চরিত্রে স্খলন ঘটলে একবার, কী করে ভালো রই?