গানের চরণে পাই প্রীতি
নাম তার নজরুল গীতি
জীবন কর্মে গানে স্মৃতি
ঝরায় আলো জ্যোতি ।
বলছি নামে প্রেমের কবি
স্মৃতিকথায় ভাসে ছবি
তাঁরে ভালোবাসি প্রাণে
সে'মোর মনের ছবি ।
প্রেমের কবি, তরুণ কবি
দ্রোহের কবি নজরুল ।
আপোষহীন অন্যায়ের প্রতি
বাংলা সাহিত্যে বুলবুল ।
ছেলে বেলায় নামে দুখু
"লাঙল" চাষে শব্দ টুকু
প্রলয়শিখা, অগ্নিবীণা
সহিত গুণে মুকুটটুখু।
মৃত্যুক্ষুধা পড়ে পাবা
সর্বহারা মানুষটুকু ।
ফণিমনসা,দোলনচাঁপা
বাঁধনহারা, কুহেলিকা
ব্যথার দান, রিক্তের বেদন
সাম্যবাদী, ভাঙার গান
সঞ্চিতা কাব্যসংকলন ।
বিষের বাঁশি, ছায়ানটে
অগ্রপথিকে মুক্তি জুটে ।
আনন্দময়ীর আগমনে
প্রলয়োল্লাস ভবো মনে ।
রাজবন্দীর জবানবন্দী
প্রবন্ধ আ ভাষণ ফন্দি ।
লেটো পুটো ঐ গানের দল
বাজায় তাল গানে রাখাল ।
জিনের যত বাদশার দল
ঝিলিমিলি ঐ ঝিঙেফুল ।
কুহেলিকার মোহে সবাই
দুর্দিনের বাড়তি যাত্রী ।
হিন্দু হিন্দোলে হাত রাখি
আমরা যেন না আঁটকি।
আলেয়ার পুতুল বিয়ে
হোক মরুভাস্কর গিয়ে ।
পদ্মগোখরার ঐ যে ফেনা
চোখের চাতকে বিষ হেনা ।
অগ্নিবীণার হাতে বাক
তার লেখায় চোখ রাখ ।
খেয়া পাড়ের ঐ তরণী
নারী মুক্তি, পূজারিণী ।
বুলবুলে নজরুল গীত
দে সুরমুকুর সুরলিপ ।
রুবাইয়াৎ -ই -খৈয়াম
সুর এ বঙ্গে মাতরাম ।
বাতায়ন পাশে গুবাক
তরুর সারি চক্রবাক ।
চন্দ্রবিন্দু, গানের মালা
হাতে পুষ্প, হাতে বালা ।
ধ্রুব তারাগীতি -শতদল
সন্ধ্যা এলো চল রে চল ।
গাহি তাহাদের-ই গান
যৌবনে মানুষের গান ।
সংকল্প, আমি সৈনিক
তোষামদে নই নির্ভীক ।
জীবন বন্দনা সুর বাজে
দারিদ্র্যে আলেয়া কাঁদে ।
সাত ভাই চাম্পার আলো
ধূমকেতুর মতন জ্বালো ।
পূবের আকাশে হাওয়া
কান্ডারী হও হুশিয়ার ।
চক্রবাকে ঐ জিঞ্জির
গুলবাগিচার পিঞ্জির ।
কাব্যে আমপারা গীত
গানের মালা-সংগীত ।
রক্তস্বরধারিণী যে মা
মোহররম তাঁরই নামা ।
সব্যসাচী কবি নজরুল
বিদ্রোহী কবি নজরুল ।
বিদ্রোহী কবি নজরুল ।