শিরোনাম: শিষ্টাচারের অভ

খারাপ আচরণ করে তুমি
পেতে চাও মনে তৃপ্তি
মনে রেখো তোমার সে কথা
রয়ে যায় চিরকাল দীপ্তি।

হৃদয় কোণে আঘাত কথা
যায় না সহজে ভুলা
স্মৃতি-পটে আসে ফিরে
ঐ শত অতীত হেলা।

বলি কারে মনের দুঃখ
শুনবে মন দিয়ে
আসল কথা বলতে চাই
শুনবে কান দিয়ে।

ভালো মন্দ দুই স্বভাবের
মানুষের অভাব নাই
ভালো মানুষ পায় না আজ
ঠিক তার মূল্যায়ন।

সমাজের দোষে তাই
মূল্যায়নের অভাব হয়
মনে মনে জাগে প্রশ্ন
সত্যি কি এটাই নিয়তি?

রাখে না মনে ভালো কথা
অনেক স্বজন জনে
তাই বলে কি ভালো কথা
বলবে না সব জনে?

চলার পথে নরম কথা
বলে যে সব জনে
কাজের বেলায় ঠিক তাদের-ই
হয় না মূল্যায়নে।

চলার পথে কটু কথা
বলে যে সব জনে
সমালোচনা ঠিক তাদের-ই
শুনতে হয় পিছু ক্ষণে।

মন্দ লোকে সঙ্গ খোঁজে
মন্দ লোকেই বটে
তাদের মাঝে  মধুর সখ্যতা ।  
যা দেখি তা রটে।  

জীবন ধারায় দেখি কমই
সৎ মানুষ জুটে,
সৎ মানুষ, সৎ মানুষ খোঁজে
পায় এই জীবন রথে ।

সৎ মানুষের ভালো কথা
শোনে না কেউ ইচ্ছায়।
ভালো ব্যবহারে গুরুত্ব দেয়
মুষ্টিমেয় মানুষ মাত্র।

খারাপ আচরণ, মন্দ কথা
বলি মুখে ভাই
তাহার মাঝে খোঁজে মোরা
শিষ্টাচার যেন পাই।

আজ শিষ্টাচারের অভাব
আছে সমাজে ভাই,
শিষ্টাচারের কবর হোক
কেউ যেন না চাই।