একটি নিশানার খোঁজে,
সময়ের ব্যাপ্তি চলে যাবে ।
একটি কবিতার খোঁজে,
বহু বছর চলে যাবে ।
একটি স্বাধীনতা পেতে,
যুগের যুগ চলে যাবে ।
একটি ধর্ম কে ধারণ করতে
মহাকাল চলে যাবে ।
আবিষ্কার ভরে পৃথিবী
ধ্বংসের দিকে চলে যাবে ।
তখন মানুষ আবার আগের
আবিষ্কারে স্থির হয়ে যাবে ।
তখন মানুষ আবার আগের
আবিষ্কারে স্থির হয়ে যাবে ।