কেন জানি তোমায় খুব মনে পড়ছে
জীবনের অবেলায় হারিয়ে ফেলে আসা
স্মৃতির পটে ভাসা শত কথা মনে পড়ছে ।
কতদিন চলে গেছে দেখা নাই, কথা নাই
তবুও ভুলে নাই, তোমার কথা কোনকিছু
দোদুল্যমান জীবন টানে,  ধীরে ধীরে গেছি
তোমার থেকে আজ অনেক দূরে সরে  ।

এই কেমন জীবন পথ চলা বন্ধু  শিখেছি ,
ব্যস্ত হয়ে জীবন পথে  ক্লান্ত প্রাণে  হাঁটছি
সময়ের কাছে বন্দী হয়ে শিকলে বাঁধা পড়ছি !

মনটার ভেতর তারে খুঁজি তার ছবি,কখনো বা
মায়ায় জড়িয়ে কেঁদেছি একা একা, জীবন আঁখির  পাতায়  তারে  ঠিক আজীবন যেন ভালোবেসেছি ।
বুঝেনি সে মনের কথা,  মন খারাপে বলা ব্যথাগুলো চাপা পড়ে গেছে মোবাইলের স্ক্রিন রুলে ,এখনো তা  মনের চোখে হয়ত ভাসে ।
গোপনে  হতো  প্রেম,  এ যেন মোর কোন  এক  নিশা ,   হতো কথা, দেয়নি ধরা  আজও  এই দুই চোখেতে ।