হায় নিশাকান্ত!আসতে-আসতে জ্যোৎস্না রাতে
কেন হাসালি!?আবার যেতে-যেতে আমাবস্যায়
কেনইবা কাঁদালি!?রাতেরও রাণী,সেত জনম
ভর এক পলক মায়ার খেলের অনিশ্চিত প্রতীক্ষা!
অজন্তার গুহা প্রাচীরে অতীত এঁকেছিল যখন
ভুসা কালিতে প্রস্তরও কালের দিন যাপনের স্নারক;
উত্তরসূরীর চোখে দেখবে বলে মঙ্গলের লাল মাটি ৷
ড্যাফোডীল ঝরা শীতের শোকত আজও কাটল না!
শারদের দূর্বা,কি হবে আর শিশির ঝরানো মাতামে?
প্রভাতের ললাটে লেখা ছিল যখন শেফালী বিসর্জনের নিয়তি ৷ তবুওত উড়ে যায় সম্রাট
প্রজাপতি বসন্ত হতে বসন্তে ভবলীলা সাঙ্গ শেষের
মুখ থুবড়ে থাকার নিষ্প্রাণ ইতিহাস ভুলে;রকী
শৈলরাশির শ্যামলীমা কাবিনের ভরসায় ৷
থাকনা খোদিত প্রবালের পাথরে-পাথরে কাল হতে
কালান্তরের অসীম বিচ্ছেদের ইতিহাস;চাঁদোয়ার
পূর্ণিমা কি থামাতে পারে লক্ষ্য-কোটি
সমুদ্র কীটের প্রণয় নৃৃৃত্য আগামীরও তরে ?