একাকীত্ব বিশ্বাসে,সত্য সুন্দরেরা আসে
রাতেরও আঁধারে;হাসনাহেনা   সুভাষে ৷
জ্যোৎস্নারও হাসি নেমে আসে      মনে
পূর্ণীমারও চাঁদোয়া আশ্বাসে ৷ অবিশ্বাসে
যখন খোদিত কলঙ্ক,মুখেতে প্রসন্ন হাসি;
হৃৃৃদয় মাতঙ্গে অবোধে ছাপ মারে ধোঁকা
কর্কশে ৷ জাগেরে চিত্ত মমে    বোধেরও
মূল্যে ৷ সঙ্গ চলে সদা অস্তিত্বেরও সনে ৷
ভয়েরা হারায় সব শূন্যতারও     পূণ্যে ৷
নিঃসঙ্গে বসবাস তাপসও নির্জণে ৷ কেটে
যায় জীবন মুক্তিরও সুখে ৷ নিজ   লক্ষ্যে
অটুটও সত্যে আত্মকৃৃৃৃতেরও রুক্ষ্ণ বাস্তবে ৷
দাঁড়িয়ে থাকা ঠায় সংকল্পেরও পিছের;
সিন্ধু সেঁচে তাই শুক্তি আনে ৷   নিজেরও
ভালবাসায় স্রোতেরও   প্রতিকূলে , নষ্ট
অনধিকারে সগর্ব প্রতিবাদে ৷ সদা অনুভবে,
আত্ম কৌতূহলে নিজেরও পথে  নিজেই
চলে;রুদ্র রাগেরও অগ্মি শর্মে, জিজ্ঞাসি
মোরে প্রতিক্ষনে সর্বদা সত্যেরও দর্পনে ৷
নির্ভয়া সততও মর্মে হেতুরা সব আশীর্বাদে ৷
সংশয়ের নিন্দা তুমি আজ পরাস্ত হলে ৷
অন্দরে শুনি তব আত্ম কথা ৷
শুচি প্রেমে চাই নীরবেরও স্বাধীনতা ৷