আমি হতে চাই তুষার সারস ৷ কারাকোরামের
শুভ্র মৌনতা ভাঙা সাহসে দেখব তব গোলাপী
শহরে শস্য দানেরও উৎসব ৷ পাইনের     বন
শুধুই ভ্রূকটি কাটে!পথে-পথে পাই    সোনালী
ঈগলের ধারাল নখরের হুমকি!কি     দিবসের
অর্ক!কি রাতেরও শশী!আমি উড়ব সদা   সঙ্গ
বাঁধনেরও ধনুক সারে;পূবেরও হীম অভিসারে
হলুদ হ্রদেরও কবিতা লেখব বলে ৷        ঝরে
পারিজাত মোর কমলও সরোবরে ৷     ছলকে
উঠে জলবিন্দু সৃৃৃৃৃষ্টিরও উদ্ভাসে!             আহ
শ্বেতদ্রোনেরও ভেঁজা মাটি!কি সুষমাইনা তোর
সোঁদা গন্ধে!তুমি গুজে দিবে যখন     প্রিয়ারও
খোঁপায় বসরা গোলাপ,আমি বাতায়নে    বসি
হৃৃৃৃদয় দহনেরও অশ্রু কলমে রচিব  গজলেরও
অবিনাশী শের ৷ হায় ধূসরও তিতির, ঘাসবনে
আজীবন চাপোষা চোখে শুধুই খুঁজে      গেলি
অন্ন দানা!দেখলিনা জাগ্রত আগুনও     বসন্ত;
কোকিলেরও             মনোজিতেরও গীতে !