কাঁদিস কেনরে বর্ষা কদম্ব চোখে
দুঃখেরও বারিষে?আসমান আজ
ঢেকেছে শোকে তোরি    গুমোট
কাল বিষাদে!দেখনা চেয়ে কামিনী
হাসে,হাসে রাত্রি প্রেমেরও জ্যোৎস্না
বাসরে ৷ প্রিয়ারও প্রিয় কোন এক
দোলন চাঁপা প্রভাতে,হাতে সপেছি
হাত তাপসও মঙ্গল বাঁধনে ৷ শরৎ
লিখে যখন হারানো শিউলির চিঠি
রিক্ততারও ঠিকানায়;শীত কুয়াশার
হাহাকারে শুধুই শিমুল-পলাশের স্মৃতি ৷
কোথায় হারাল আজ কৃৃষ্ণচূড়া-জারুল
অভিমানী গ্রীষ্মেরও পিছু?হায় শ্রাবনও
ঢল!কতকাল ডুবাবি আর শাপলা-
শতদলেরও স্বপ্ন!?সুখদর্শণ মুছে দেয়
যখন সন্ধ্যামালতীরও ক্লেশকাতরতা ৷
তবুও তুমি পূর্ণীমার চাঁদ হলে,আমি
ভরা জোয়ার!তুমি অমাবস্যায় হারালে,
আমি ধূ-ধূ শূন্যতারও বেদনার বালুচর!
হয়েছি যখন বিশ্বাসেরও বিনী সুতোয় গাঁথা;প্রণয়েরও অন্ধ মালার
তব আমরা দুটি অবুঝ বকুল ৷