সময়ের নাম যখন বাকল চাঁচা বুনো
পীতাভে আরো অধিকের চাষ;কিবা
আশু?কিবা নাভী?
জৌলূসের পূজা বারমাস!
দুই আঁধারের উম হারায় কাঁচা
মাটিরও পরশ ৷
শ্যাওলা পড়া দেয়ালে শীকড় খুঁজে
অস্তিত্বেরও প্রাণরস ৷
অনৈচ্ছিক বামনবাসে যখন শুধুই
দুঃসহ ছাঁটাইয়ের বিমর্ষ ইতিহাস,
বঞ্ছনার আবছায়ার হরিৎ পত্রে-পত্রে
কিসের হরিয়াল?কিসেরিবা পক্ক
লাল ফলেরও উচ্ছ্বাস!?
আদিত্যের দিব্য পূজায় মাথা কুটে
মরে নিশীরও মঙ্গল প্রদীপ!
নিকষ কালো শূণ্যতার চাঁদ-তারা কি
শুধুই আজ ভুখার থালায় ছিটিয়ে
থাকা দানেরও খুদ!?
প্রেয়সী তুমি হারিয়েছ বন গোলাপের
ভালবাসা,অতৃৃৃপ্ত মাধবী কুঞ্জ যখন
বারে-বারে সেজেছে শতরূপে!
হায়রে ঢিল ছোঁড়া ডানপিটে দূরন্ত,
বোম্বে আলফেন্সোর রসমায়া
যখন ভুলিয়ে রাখে অবুঝ
অমল কাল!
আকাশ ছোয় না শীর ৷
চারাগাছের পুষ্পদামে তব অন্নপূর্ণা
বীপ্লবি!
পঞ্চেন্দ্রিয়ের অনুভব,সেত আজ স্থবিরতার
মূল আঁকড়ে থাকা এক অন্ধ গোঁয়ার্তুমী!