আতংক পুঁতেছি মাটিতে!
নিন্দা যখন খুবলে-খুবলে খেল উর্বরতার বিশ্বাস!
একটি মে ফুল জাগবে বলে ৷
যে নামাবে বৃৃৃৃষ্টির কান্না,আকাশ ফেঁড়ে বজ্র রোষে!
ইষান কোনে জমেছে যখন বেদনার পুঞ্জীভূত
কালো মেঘ ৷
হায় মেঘলা দিনের ঝড়ো হাওয়া!
প্রতিবাদে ঝলসে উঠা রক্তরাগে দেখাও;
হেমলকের বিষপানে বিবেকের আত্মহুতির ভয়!
গতর হিমের পলাতক শীতনিদ্রা;সেত অনুভবের
বেদনার সাথে সুখ বদনের মেকি অভিনয়ের
বিশ্বাসঘাতকতা!
শঙ্কার বারুদে জ্বলে উঠে আবেগ,প্রতিবাদ স্ফূলিঙ্গে!
নষ্ট সময়ের রন্দ্রে-রন্দ্রে যখন অবিচারের শিকড়
প্রোথিত ৷
নীল আকাশে আর্তনাদ আঁকে ধ্বংস লালিমা ৷
চৈতন্যের নির্ঝরিনী আকুলতায় ছিন্ন-ভিন্ন উদাসীনতারা সব মিলেছে আজ মনোসংযোগেরও
এক বিন্দুতে ৷
কৌতূহলের শুচি প্রভায়,সমস্যার অন্ধকার কোকুন
ফেটে বেরিয়ে আসে সমাধানের দিশারী ৷
যুক্তির তালাশে আগ্রাসনের কফিনে শেষ পেরেক
ঠুঁকে সত্যের মহানায়ক ৷
আত্মার স্বরে জেগে উঠে,মিথ্যার তুষে চাপা পড়া
সারি-সারি অগ্মিমশাল মুষ্টিবদ্ধ হাতে!
দ্রোহ বাজায় যখন বীপ্লবের রণ সিঙ্গা
ধ্বংস বিরানে,কেবলি নব সৃৃৃৃষ্টির উল্লাসে!