হতাশা!ঝরা পাথরকুচীরও পাতা!
তবুও ছাড়ে শিকড় ৷ আশারা ছুটে
রুক্ষ্ণ মাটির জলকনারও    পিছে;
সিঁদুরে লাল ফুল    ফুটাবে বলে!
বনতলেরও ঘুমট       আবছায়ার
শুকনো মর্মর ধ্বনিতে     কতইনা
বিচ্ছেদের নীরব আর্তনাদ!বনকুল
ডালে জড়িয়ে বাড়ে তবুও  প্রভাত
গরবী লতা ৷ বৃৃষ্টির অশ্রু,      মুছে
ফেল যত আসমানের কালো মেঘ!
সুখেরও রাজপুত্তর,বুঝবি      কবে
তুই দুয়োকন্যারও              দুখ?
হাসি-কান্নার নকশী মঞ্চে     যখন
তুমি-আমি পেতেছি বাসর ৷এখানে
হরষি জ্যোৎস্না শুক্লপক্ষে,   বিষাদী
অমাবস্যা কৃৃৃৃষ্ণকান্তে;        ফুটাবে
আগুনও পলাশ শীতেরও রিক্ততার
শোকপটে ভালবাসারও      বসন্ত ৷