স্বর্ণ শীষের স্বপ্ন সনে,
অন্ন সাবাড়ে আকালের ষাঁড়ে ৷
শাপলা-শালুকের গানের দেশে,
ক্ষুধারও খোক্কস ভিক্ষা মাগে ৷
মরার কার্তিক মঙ্গায় মারে ৷
আয়ুর মায়ারা শীতে ঝরে  ৷
চাতি ফাটে ঐ জ্যৈষ্ঠ রাগে ৷
কান্না নামে শ্রাবনও বানে ৷
বর্গার ঘাম জোঁকেরা শুষে ৷
বসতেরও সমাধি নদেরও মাঝে ৷
খালাসির ভার সারেং তোষে,
প্রাণেরও বন্ধকে পশ্চিমের পানে ৷
উতলা তরঙ্গের নির্ঘুম রাতে,
দৃৃৃষ্টি পড়ে হাতেরও ক্ষতে ৷
গাঁয়ের স্মৃৃৃতি পিছু টানে;
বাস্তুচ্যুতের যায় কি তাতে?
ভাগ্যের ঝাঁপ নোনতা জলে,
সিন্ধু খপোত পিছন ফেলে ৷
নাঙা গতরেরা উঠে মুক্তির দ্বীপে ৷
নিস্তব্ধ রাত চেরা কানতালা হুইসেলে,
দান্ডারা সব অবৈধ্যের পিছে ৷
পরবাসে বাঁধে ঘর মিথ্যা কাবিনে ৷
পথেরও ধূলোয়, কালি মাখা মুখে,
চোখেরও অশ্রু,তাপসও ঘর্মে;
দিবারও তুচ্ছে,রাতেরও গোপনে,
একদা বুনেছিল স্বপণ যারা মায়েরও তরে ৷