আয়নার বিম্বটা সদা অন্য চোখে,
ছানাবড়া বাঁধাই পটে ৷
পায়না দিশা নিজের মাজে,
নিজে হারায় নিজের হতে ৷


সুখের দাম আজ অন্যে হাকে ৷
হারানো অতীত অবিশ্বাসে ৷
পর প্রচার আত্মস্বরে ৷
শিহরিত অনুভব চর্বিত বাচ্যে ৷


আতাতের মুন্সিয়ানা নামে-নামে ৷
দখলি মন ফিরে নিশানে ৷
অবচেতনের  চেতন ভাঙে,
আত্মহরী কথার ছলে ৷


লেপ্টে গেছে আবেগ প্রচার পূজ্যে ৷
অপ্রত্যাশা যত ভাগ্যে সপে ৷
নিজেরে দেখায় অন্যপটে,
পর্দায় চমকিত আলোকিত মুখে ৷


শ্রুতি সুপ্ত কপাট ভেঙে,
ছলনার মায়াবিনী ডাকে ৷
স্বনামে যখন নিজ কানেতে ৷


ফাঁকির শর্ত জুড়ে গিয়ে,
অনধিকার অধিকার হানে
মনের গোপন অন্দরে ৷
বিপদেরা নেয় পিছু ছায়া অপরাধে ৷


শয়তান কথা কয় জাল বদনে,
মুখ নিঃসৃৃৃৃত যাহা মান্যবরে ৷
নষ্ট নটের দৃৃৃৃৃশ্য তরে,
পর বিপদ আপন ঘাড়ে ;
পড়ে বিম্ব বিভ্রাটে ৷


সুরৎ চোরা বিদ্রুপে হাসে,
জয়ে-ভয়ে আবেগে চড়িয়ে ৷
কে ধরিবে রাশ টেনে
অর্ন্তমুখের অপমানে ?


(কবিতাটিতে বহুজাতিক কোম্পানী গুলো কর্তৃৃৃৃক
সাধারণ মানুষের বক্তব্য ও ছবি ভুল ভাবে ব্যবহার করে তাদের উৎপাদিত পন্য ও সেবার বিজ্ঞাপনে
মিথ্যার বেসাতি ছড়ানো এবং সামাজিক যোগাযোগ
মাধ্যমে মানুষের ব্যক্তিগত পোস্ট,ছবি, ভিডিও প্রভৃৃতির অপব্যবহার সম্পর্কে আলোকপাত করা
হয়েছে ৷)