বিশ্বাসের পদতলে বিশ্বাস;শয়তানের উল্লাস!
এক চোখা দস্যু যখন নরকের জ্বালামুখে;
হায় মেঘ!হায় বজ্র!
অসুরের ফুঁক তব দাসাই নৃত্যে!
উমার ত্রিশূল হিংসার চিতায় ৷
কৌরবের নিশানা বোলতার চাকে!
গো আরাধনায় রক্ত গঙ্গা ,
পূর্ণতা মারে ডুব ধ্বংস তিয়াসে!
আসমানের হিলাল আজ প্রশ্নবোধক!?
সত্যের কফিনে নরঘাতক!
"রুটি-মদেই কি শুধু পাপের মুক্তি",
অন্তিম ভোজেরও করুণ রাত্রি?