হায় দুগ্ধ ও মধুর পূণ্যভূমি!
কলঙ্কিত ইতিহাসে শুধুই ঈশ্বরের দোহাই!
তৃতীয় মন্দির,যাইতুন পাহাড়,
"তুরের আসমানি হুলকিতে আর কত ছড়াবি
বেহেস্তি মেশকের সুভাষ!?"
প্রশ্নের প্রশ্নেই তব দিশেহারা কস্ত্তরী!
এক্সোডাসের যষ্ঠি,"লোহিত তীর হতে
নদের সাক্ষ্যে আর কতকাল ঘাপটি
মেরে থাকবে নরকের আজদাহা!?"
প্রতীজ্ঞার অন্ধকারে প্রবাহিত শুদ্ধ শোণিতে
লেগেছে যখন বিধাতার অগ্নি বর্ষণে
অক্ষত কাঁটা ঝোপের অহম!
হিরন্ময় মিলনেরও রাতে মৃত্তিকাজাত
নর-নারী যুগল ভবিষ্যৎ অনাগতের নামে
দীক্ষা নেয় অগনিত নেড়ী কুত্তা নিধনের!
কেনানের লুপ্তরাজ্যে দৈবের আশ্বাসের
নামে ডেরা পেঁতেছে ইডেনের অভিশপ্ত ফণী!
মৃত সাগরের বুক ফেঁড়ে বেরিয়ে আসে
অস্তিত্ব বিধ্বংসী ধূম্রকুন্ডলী!
হায়রে হলোকাস্টের অনুশোচনা!
শুনতে কি পাস না,বারুদের গন্ধ সোঁধা
তপ্ত মাটিতে বৃষ্টি লিলিরও কান্না!?