নিচে ভাপ,উপরে খরতাপ;
তফাতে শুধুই চাকার আর্তনাদ!
গতর পুড়ে,উদর দমে ৷
আমরা খাই,তারা গিলে ৷
পেটে লাথি,পিঠে কিলে;
তুই যে গেলি রসাতলে!
ভাঙবি আদেশ,উল্টে করণ ৷
ঝি কে মেরে,শেখায় দমন ৷
ভান্ডারে তালা,অর্থ হরণ ৷
পথে কাঁটা,হায় অনটণ!
ডান্ডার বাড়ি,তবুত টিকুক!
কোথায় সহায় , মুখেরা নিশ্চুপ!?
উদগ্র চৌকি,চলতে মানা!
জীবনের ডাক,হাইলা চাষা!
পর্ণ কুটির,কপর্দকহীনা!
উত্তর পায়না আপন ঠিকানা ৷