সময় হয়েছে এবার
ফিরে তাকাও না একটি বার!
কেবল একটি বার!
আকর্ষণের পক্ষপাতে কায়া ফেলে ছায়াটাকে
যারা শুধু ভালবেসে  গেছে এক অধরা অতৃৃপ্তে ৷
খায়েশে উদ্যত শীরে মুকুট দিল তুলে
সর্বজিতের,তাচ্ছিল্যেরা সব কম্পিত হস্তে ৷
আকাঙ্খা নিজ আজ সীমানা ছাড়া ৷
পরের তরে সমবেদনারা
হারিয়েছে তব অবিশ্বাসের ফোঁকরে,
মিথ্যা বাহাসার কীর্তি চূড়ায় প্রশংসার ফাঁপরে ৷
পেয়েছে যা মহান দৈবচয়নে
অপ্রাপ্তিকে পেছনে ফেলে ৷
মর্তের নশ্বর দেবতারা যখন আত্নরতিতে
বীজ বুনে চলে নার্সিসাসের,
নম্র মাটির আর্তনাদে ৷
কারিশমায় ব্যর্থতারা জিতে
দর্শণ মুগ্ধ লক্ষ শ্রোতায় ৷
ফোকাসিত আলো যখন সুযোগের সন্ধানে
কৌতূহলের বর্ণচ্ছটায় ৷
স্বমেহনী ছায়াপর্দা তুলে,
নিরর্থক স্বমুগ্ধতার স্বপ্ন ভেঙে
হে কালো কাপড়ে বাঁধা দৃৃষ্টি চয়ন,
"জাগিবে কি আবার তৃৃৃৃতীয় নয়ন
আত্নার পূর্ণতায় ?"
যখন গাঁথিবে মালা অদম্য মিলনে,
ভিতরে-বাহিরে সারাটি জীবনে ৷


(কবিতাটি নার্সিসিজম"narcissim"তথা আত্নবিমুগ্ধতার অহংকারে নিমজ্জিত আধুনিক
সমাজ প্রসঙ্গে রচিত ৷)