ফুলদানিরও রজনী হারিয়ে সুগন্ধি
সহে অবজ্ঞার চাহনি ;
ভুলেছ যখন কুঞ্জেরও ভালবাসা ৷
মুগ্ধতর কবিতায় তবুও বেঁচে থাকা !
ক্ষনিকের ঘোরে ভুলে যাওয়া নয়
চিত্তগীতে মনেরও আকুলতায় ৷


হৃৃদয়ের শূণ্যতা ভুলি
দমেতে সদা জোর কদমে চলি ৷
নব বসন্ত দিনে উদয়েরও পানে
জাগিবে মলিন প্রান্তর আশারও ফুলে ৷


প্রাপ্তিতে যার কোল গিয়াছে ভরি
অদৃৃৃষ্টেরও আঁচলও ছাড়ি ৷
পূর্ণতা খুঁড়ে কিছুটা শূণ্যতা,
আবারও ক্ষণিক ফিরে চাওয়া ৷
বাঁধিয়া অটুট মায়ারও বাঁধন,
সৃৃৃৃষ্টির তরে আবেগী ক্রন্দন ৷


অন্তরীত স্মৃৃৃৃতিময় খন্ড অবসরে
নহে সায়,নহে হারানোতে ৷
মুক যত আজ নিন্দুকের ফোঁড়ণ
প্রাণখোলা হাসিতে সত্যে অবগাহন ৷
তুলে ফেলে শঙ্কারও কালো পর্দা,
দেখ রাতেরও আঁধারে খেলিছে লক্ষ তারা ৷


ফিরে-ফিরে আসা বিষাদী মুখে
অন্তর বাতায়ন হতে মেলা চোখে;
দেখ ধরণীর আনন্দ-বেদনা যত
ফেলে তাল দুঃখে অবিরত ৷


মিলে গিয়ে অবোধেরও বোধে,
মোহ ফেলে নির্বাণও সুখে;
শিখাবে মোরে করুণও সুরে
চেতনারও প্রশান্ত তাপস গীতে ৷