আমি ভালবেসেছিলাম আসমান ৷
দুনয়ণ আজ মিলনের রসায়নে
যেন নীল ক্যারাবিয়ার অংগুরী
লেগুন!হাতে দিয়েছি মার্টেল তোড়া,
ঠোটে রেখেছি ঠোট আবেগে;গানেরও
গানের সুরে চৈতালী দিনে দেখি
পাপুয়ারও স্বর্গ বিহঙ্গের প্রণয় নৃৃৃত্য ৷
হায়!আমি কি টগরকে দেখিনি!?
তবু কেন বারে-বারে ছিড়ে যায়
সাত পাকেরও বকুল মালা!?কাল
মেঘের অভিমানে একগুঁয়ে প্রশান্ত
হল যখন অশান্ত ৷ নাহ দমকা বাতাসে
আর পেজা শিমুল তুলার মত শূন্যে
ভেসে চলা নয় অগন্ত্যব্যের পথে ৷
তুমি হবে আজ আমারি পোশাক ৷
আমার প্রতি কদমে-কদমে যেন শুনি
তোমারি প্রাণেরও স্পন্দন ৷ আলেয়ার
ক্ষণপ্রভায় আর নয় মুগ্ধতা!নয় দূরের
ঐ দিগন্তের মিথ্যা মৈথুনের ভ্রম!
হীম তুষারে যখন বেঁধেছি বাসর
মরা ডালেরও সনে , বসন্ত হতে বসন্তে
ফুটে যেতে চাই চেরী হাসিতে;কি উদীয়মান,
কি অস্তাচলে প্রেমেরও বিশ্বাসী অবরোহে ৷