সত্য দেখলে আজ লাগে ভয় ৷ ধানের চেয়ে যখন
ভূসি বেশি!প্রভাতের প্রথম রবি করেই খেলে যায়
আতঙ্ক;পড়ন্ত বিকেলে যদি রক্তিম গোধূলি  গিলে
খায়!ভ্রমরের ভালবাসায় চম্পা আজ      অস্পৃৃশ্য
দেবালয়ে!থাকনা বেলীতে পরভূক কীট,  তবুওত
গন্ধ ছড়ায় পূজারও অর্ঘ ৷ হায় সোনালী    ঈগল !
স্বার্থপর হলুদে বেঁধেসিছ অবৈধ বাসর!দুই নদীর
মাঝে আজ রক্তের টোপ!পবিত্র ভূমিতে       অর্ক
নির্ঘুম দখল পুঁতেছে পয়জন এরোর          চারা!
মুক্তির প্রজাপতিরা এখনও পুত্তলি বন্ধী!গাইবেনা   সিপাহী বুলবুল  আর জলপাই বাগে!        ধ্বংস
ইশারাতে ভয়ার্ত শশক ঝাঁক এখন     পরলুটেরা
হায়নার দল!যেন কলিজা চিবিয়ে খাবে  চারণের
আদিম নিষ্পাপের!গেজেল মারে দুদর্ষ    লেপার্ড;
সমবেদনা দেখায় তখন সুযোগের চিতা!  ধাঙড়া
শৃৃগাল-শকুনের তরে আর কি থাকে?      চিবিয়ে
ফেলে দেয়া উচ্ছিষ্ট অখাদ্যই আজ       আসমানী
"মান্না সালুয়া"!অশ্রু-রক্তে নীরবতার  প্রতিদানে;
এক চোখা সাইক্লপ্স                   খুঁজে দোসর
এক বটেরও                             এক রাজ্যে ৷