নেমেছে রাত ৷ নিস্তরঙ্গ সমুদ্র ঢেকেছে
মুখ নিকষ কাল আঁধারে ৷      বালুকা
বেলায় নিশি বাতাসে দোল       খায়
সাগর কলমী ৷ চঞ্চল দিবাচর    লাল
কাঁকড়ারা সব গেছে কোটরও  বাসে ৷
কতকাল পরেরও এই নিস্তব্ধ    ক্ষণে
শুধু তুমি আর আমি,          হে প্রিয়া
গোলাপী শশী;জড়িয়ে তারা  জরীরও
আলেয়ানী ৷ সরবেরা যখন    করেছে
নীরব এই ধরণী,দৃৃষ্টিরও পিয়াসে তব
আকুলও আঁখি!সরে গেছে     বিষাক্ত
বাতাসের ঝাপসা জালর ৷        দেখি
সাগরমাতা জলন্ধর থেকে!   চাঁদোয়া
হিরণও মিলনের এই ক্ষণে   তোমারি
কপালে দিলাম চুমো,
ওহে মোর প্রিয়া        গোলাপী শশী ৷