হলুদের অভিশাপ!অভিশপ্ত শতদল!
ঘুরে ইক্সিওনের চাকা,শীকলবন্ধী কড়া পড়া করতল!
ঘাম না শুকুনো গতর,যেন গলন্ত শিশা ফোঁটায়- ফোঁটায় ঝরে;
যন্ত্রের রাজ্যে,নরকেরও নামে!
বেনিয়া জুয়াড়ি আতশবাজী ছুড়ে আসমানে ৷
পতিত ভাগ্য,খসে পড়ে পোড়া বারুদেরও
অবশেষে ৷
মিথ্যার মরীচীকায় যখন জ্বলন্ত কুমারী,
রক্তস্নানে ডাকিনী বনে শীষমহলেরও রাণী!
পেছনে নষ্ট নেকড়ের হাঁক,ভয়ার্ত হরিণী!
চাপা পড়ে অতৃপ্ত বাসনা,নিস্তব্ধ যামিনী!
"লাশের পরে লাশ জমেছে",হে স্বপ্নেরও তিলোত্তমা!
বাজে অরফিয়াসের করুণও বীণা,তবু আসেনাত মোর প্রিয়তমা!