আমি গ্লডিওলাস হাতে মুখ ফুটে
বলতে পারিনি সে পথেরও কথা,
যে পথে আমি হাঁটিনি ৷ সোনালী
বরণ রূপসী কন্যা মাঠ;বারে-বারে
কাঁদায় অনুশোচনারও নরক
জ্বালায়,কেন ভালবাসারও গলে
সপে দিতে পারিনি ফাগুনেরও
ইনকা গাঁদার মাল্য ৷ হে অলঙ্ঘনীয়
অতীত,ঝড়ে শিকড় উপড়ানো
বনস্পতি কি আর আঁকড়ে ধরে
মাটি টীকে থাকারও তাগিদে?
আহারে স্মৃৃৃতিকাতরের অন্ধচারী!
নিরাশারা কি মুছে দিবে ভঙ্গীল
পাহাড়ের লাল খেদোক্ত শোক!?
ফেলে আসা ভুলেরও পরিত্যাক্ত
ভূমে যখন শুধুই নিষ্ফলা ক্রন্দনের
চারণ ৷ গোধূলীরও সিন্দুরী রোমন্থনে;
আমি কেবলি ফিরে যেতে চেয়েছি
সূর্য সাক্ষী অরুণোদয়ে ৷ পারিনি!
আমি পারিনি!ধৌঁয়াশার কুয়াশা
হাতড়ে শুধুই পেয়েছি অভিমানী
দিনের অভিশাপ!ফেলে আসা
অন্ধকারে শুনি হারানো বিরহী
রাতের গুমরে উঠা কান্না!কি হবে
আর জ্যোৎস্না তিমিরে সুহাসিনী
হিমাংশুরও আলো দেখে?হে শোকেরও
মাতামে উতলা অর্ফিয়াস,অভিমান্য
আফসোস ভাগ্য ললাটে আর কত
কাল লিখে যাবে,"যদি এমন হতো! "