যখনি দেখিবে ক্ষনপ্রভা অশনীর সংকেতে ৷
কূপমন্ডুক বিশ্বাসেরা সব রাহুর আজ গ্রাস ৷
গিলিয়া খাইবে সতত মুক্ত বহমান চিত্তরে ৷
তারারা হারাবে আত্ন পরিচয় আঁধারির ত্রাস ৷


আবেগের প্রশ্নে সাজিবেরে সকল মাতাল নটে ৷
বাজে শুধু সন্দেহের করতালি মঞ্চ চারিপাশ ৷
প্রতারণার অগ্মি ফুলকিতে কথারা অবিশ্বাসে ৷
কর নিজেরে আবিষ্কার সদা তব সত্য বিশ্বাস ৷


আত্ন জেরার প্রশ্নবানে কর মুক যত মিথ্যুকে ৷
এক অবিশ্বস্ত হাত ছাড়িয়া ধর শত জনের ৷
ফিরে আসা বোধে জানিয়া লও নিজেরে শুদ্ধতমে ৷
কর প্রতিবাদ শক্ত করাঘাতে নিষেধের ডোর ৷


অন্যের বুলি কর বোধি বিক্ষনে সদা অনুভবে ৷
মিথ্যার হাস-ফাস যাইবে উবে সত্যের ঘূর্ণিতে ৷


কবিতার ধরণ:চতুর্দশপদী,
রীতি:শেক্সপিয়ারিয়ান,
ছন্দ:অক্ষর বৃৃত্ত,
মাত্রা:আঠার,
পদে অন্তমিলের ধরণ:
ABAB  CDCD  EFEF  GG
বিষয়:কবিতাটি আত্নশক্তিতে বলীয়ান হয়ে      প্রতারণার বিষবাষ্প থেকে মুক্তির
উৎসাহে রচিত ৷