হায় ছলনা!হৃৃৃদয়ে কত ক্ষরাবি আর
বাবলার কষ!?
একাকীত্বে হল নীল বেদনার্ত এই
গন্ধরজনী!
কাঁদায় স্ন্যাপড্রাগন!
কাঁদায় লবেলিয়া!
বিন্দু অশ্রুর সিন্ধু বিষাদে মিথ্যার
ধূসরে আক্রোশে ফুটে খুনে
পেটুনিয়া!
মেহেদী রাঙা হাত,সেকি শুধুই আজ
মরফিয়াসের তেলেসমাতি!
বেগুনী তিয়াসে-তিয়াসে নাঙা হল
যখন ম্যাপলেরও বন!
জাগে ফফু পোড় খাওয়া মনে
হলুদ ঈর্ষায়!
আজন্ম তালাসে যখন আজও পাইনি
তারে,দিয়েছি বিসর্জন সুখেরও
রক্ত গোলাপ মৃৃৃত্তিকারও আঁধারে
চন্দ্রমল্লিকা শোকে!
ছড়িয়েছি খোদে অভিমানী শেফালী
বিয়োগেরও লুপ্ত এপিটাফে;
বসন্তেরও গ্লডিওলাস,তুমি যে রবে
শুধুই আমার সারাটি জনম ভরে!