কালো কুকুর কাতরায় এক অব্যক্ত যাতনায়
মৃৃৃত্যুরও ক্ষনিক আগে !
সভ্য রাজ্যের প্রভূ চেপে ধরেছে
যখন মরণ সাঁড়াশি !
মৃৃৃৃৃত্যুর অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসা
যে অন্ধকারে ঢেকে গেল মুক্তির আসমান ৷
উন্নাসিক প্রজ্ঞা আত্না ছাড়া পেটানো গতরে
জড়িয়েছে গোলামীর শিকল সাদা ঈশ্বরের নামে !
তাচ্ছিল্যের অট্টহাসিতে নিক্ষিপ্ত জয়ের মাল্য
প্রমত্তা ওহিওতে !
অন্ধকারে মোড়া পথিকের আত্না দেখেছে কেবল
মাটি চাপা নিষপ্রাণ অসভ্যতায় সভ্যতার শিক্ষা !
ইতিহাসে পাতায়-পাতায় প্রোথিত বৈষম্যের কুমন্ত্রে
ভ্রষ্ট আবেগে ফুঁসে-ফুঁসে উঠে অস্তিত্ব বিদ্বেষী
ধ্বংস স্ফূলিঙ্গ ৷
অধিকারের ভাগি যত অহমি উদ্ধত শির,
বৃৃৃত্তের বাইরে খাবি খায় বশ্যে নত অবাঞ্ছিত ৷
কি দৃৃষ্টে?কি ছদ্যে?
কি আরোপে?কি অবচেতনে?
তেলের সাথে জলের মত আমিতে মিশে আছে
শুধুই দ্বন্দ এক অপার্থিব নারকীয় আক্রোশে !
অবোধিয় পক্ষপাতে অজান্তে বাসা বাঁধে অপরাধী
ভ্রমের চিত্তে এক অজানা আতঙ্কে
কালো পর্দার অবগুন্ঠনে ৷
চলমান সময়ের আখ্যানের নায়কেরাও
যখন স্রোতের প্রতীকূলে চলা অনুকূল ৷
বঞ্ছিত জীবনের বেদনানীল আলপনায়
আজ বিচ্ছেদের ফাঁড় ৷
বিচারের আগে দন্ডের প্রশ্ন,
"কে মারিল বিদ্রুপের পাখিটিরে বর্ণচোরা মুখুশে ?"
জ্বলে উঠেছে যখন জগৎময়
ভস্নে চাপা আগুন বিবেকের দ্যোতনায় ৷
কৃৃৃৃষ্ঞ প্রতিকৃৃৃৃতির দ্রোহে আধিপত্য হবে
ভেঙে খান-খান ৷


(কবিতাটি  বর্ণবাদ ও আমেরিকায় বর্ণবাদের নির্মম শিকার নিহত সাবেক কৃৃৃৃষ্ঞাঙ্গ বাস্কেট বল  খেলোয়াড় জর্জ ফ্লয়েডের স্মরণে রচিত ৷)