হায় অবুঝ হৃদয় ,পুঁতেছ যখন হাইড্রেন্জার বীজ;
পাতালপুরীরও সাতাননের ডাকে!
খসে পড়েছে শুকতারা স্বর্গ হতে!
মৃতরাজ্যেরও নরকরোটি!শুষে নীল জীবন,
শুষে নীল পদ্ন প্রসূনও মন!
আত্নবিম্ব দর্শনে অতৃপ্ত দৃষ্টিরা সব বিমূঢ়!
ঘোর অমানিশার আঁধারে শুধুই নিষ্ফলা
শূণ্যতার হাস-ফাস!
ধ্বংসের অর্চনায় হাসে শয়তানের ফুল ৷
নরকে অগ্নিমুখ থেকে বেরিয়ে আসে
অলঙ্কার শোভিত নগ্ন রমনী ৷
ভুলে গেছ ডায়ান্থাসের ভালবাসা;
সরে গেছে গোলাপী প্রাবরণ ৷
ব্লাসফেমির আরশি,
তুমিত শুধুই আজ অন্ধ আত্নতুষ্টির সম্মোহন!