খুলে দাও পিঞ্জির আগুনও পাখির এক প্রশান্ত
অবগাহনে ৷বিষন্নতারও পিছেনের নির্মম আঁধার
সামনে দেখায় যখন সুন্দরের হেমময় সোনালী
প্রভাত ৷ অপূর্ণতার শূণ্যতা,ভাদরের তপ্ত খাঁ-খাঁ
মাঠের মত অভিমানে ফেটে-ফেটে গেছে?বেঁধে
নাও তাপসও শ্রান্ত মাল্যে উদার আসমানের সাথে
সদূরেরও ঐ দিকচক্রবালে ৷ মাটিরও আভরণে
বীজের বিসর্জনে দুটি পাতা একটি কুঁড়ি দেখায়
তব জীবনের মানে ৷ রুদ্র পলাশে লেগেছে বহ্নি!
গোলাপে-গোলাপে রক্তের ক্ষরণ! মনেরও ভালবাসার পূর্ণতায় প্রিয়ারও খোপায় গুঁজে দেব
এক দন্ড দুঃখ প্রসূণ;উথ্থান-পতনেই যখন ছুটে
চলা ৷ চলেছি আমি সদা কাল হতে  কালান্তরে
সময়েরও ইশারাতে এক ঠিকানাহীন মেঘেরও
মতন ৷ অশ্রুধারায় বাঁধি বাসর নির্জনও তপোবনে
আত্মারও ধ্যানমন্ত্রে ৷ দশ দিগন্তে বাঁধিনু মোরে; একে-একে সকলও জনে, চিত্তজিতেরও হৃৃৃৃদ হরষে ৷