পূজারী পূজীলে তুলসীর কি দোষ?
আত্নার জিজ্ঞাসা যখন     জগতের
সকলের ৷ শতদলে আজ  পাপড়ির
কত রঙ!শাস্ত্রের পাতারা   যেখানে
মিশেছে অদৃৃৃৃৃষ্টেরও      একি মূলে ৷
শয়তানী দোড়ার হারানো    বিষে;
বিলেরও শিং-মাগুর আজও    দেয়
নাঙা পদতলে কাঁটার ঘা!    ভেঙে
গেছে সর্বদৃৃৃৃষ্টের আসমানী    দর্পণ!
ভাঙা কাঁচের রক্তাক্ত       টুকরায়-
টুকরায় শুধুই ষাঁড়       লড়াইয়ের
অসহিষ্ণুতা!একি উদারে   দিবারও
হেমময় সুধার আলো ভুলে রণেরও
দামামা বাজায়           চাঁদ-তারা!
রোষেরও সর বাণের    আত্নদহনে
পুড়ে সূর্যদেবেরও নাদান উত্তরসূরী!
নিশিরও আঁধারে নরক    ছায়াপথে
শুনি শুধু সর্বগ্রাসী রাহুরও অট্টহাসি!
একি শিকরের সপ্ত বর্ণীল  বিচ্ছুরণে
বলিত যখন দৈব চয়নেরও  বিচিত্রা
অধিকার!স্বর্গ সুধারা সব   অন্তরীত
আর্যবাদী মারণ বোলতারও    অন্ধ
খুপরীতে ৷ তড়িৎ তেজে জেগে উঠে
ঘোলা জলে সুযোগেরও দুষ্ট   ঈল!
কুকড়ে মরে              নিষ্পাপ তব
গতর পবিত্রতারও         শুচিস্নানে!