খসে পড়ে তারা ৷
জিহবারা সব চাটে ললীপপ অবোধে ৷
ফুটন্ত মৃত্যু, লাশেরা বুদ-বুদ!
কলম তালাসে তবু বতলের মদ!
ইন্দ্রের ইশারায় তিথলী গোরে ৷
ভাঁড়ামিরা নীরোর বাঁশি
বণিতা বিনা হারেমে!
পাপ পুঁতা নরকে নীল ঠোটের ভৎসনা!
মারি গাঁথে চন্দ্রমল্লিকার মালা;
রোরুদ্যমান কলি বিরাণ বাগে!
দুঃখরা আজ এই বাদল-এই রোদেলা,
অঙ্গারিত কঙ্কাল যখন সান্তনার নামে!
ক্ষনিকের স্পৃহা,সেত প্রদীপ নিভু-নিভু!
হায় চীরতা নিয়তি!
ফাটায় শুধুই রঙিন ফানুস!
হোক হায়াসিন্থ অনুশোচনায় ছাই;
হুক্কা-হুয়া তবু খেকশিয়ালে!