মেদিনীতে পুঁতেছি অর্ঘ্য, ফুলে-ফলে শুধুই দান ৷
ফুটিছে কদম্ব-কামিনী,ঝরিছে বারিষ,হাসিছে আসমান ৷
নীল লালসার স্বপ্নরা আজ পতঞ্জলীরও তপোবনে ৷
ছিড়েছে রুধ্রাক্ষের মালা,ভীমেরও ধ্বংস পবনে!
অসুরীয় আয়েশের রুদ্ধদার হেরেমে,অটবীরও
করুণ গীতে!
অন্নপূর্ণার দানে বঞ্ছিত ইতর,মনুরও সর্বজিতে ৷
ধুম্রকুন্ডলীরও বিষাক্ত ছোবলে,বিরাণ হল স্বর্গ প্রান্তর!
তবুও হাসে ধরণী,দুটি পাতা একটি কুশীতে চাহে যখন সবুজও ঈশ্বর ৷
শেষ নিঃশ্বাসেরও মারণ বিষে,ছিড়ে গেছে মায়ের
গোলাপী বসন!
দিকে-দিকে আজ দেখি পঞ্চভূতেরও আক্রোশ,তবুও
পরম মমতায় আঁকড়ে থাকে তব ভাগ্যলক্ষীরও ধন ৷


(কবিতাটি এই বর্ষায় বৃৃৃৃৃৃক্ষ রোপন বিষয়ে সর্বসাধারনকে  পরিচিত ও উদ্ভুদ্দ করার লক্ষ্যে রচিত ৷)