রক্ত পলাশে-পলাশে বহ্নি আক্রোশ!
উতলা তরঙ্গমালায় ক্রাকান নিনাদে
দুমলে-মুছলে যায় অস্তিত্ব!
কে শুনে তব পয়োধিরও আর্তনাদ!?    
যখন খুনের বদলা বারুদ,বারুদের  
বদলা খুন ৷
হায় সর্বনাশা আদিম ইনকা!
শতাব্দীরও নিষ্ঠুর-ধূসর মন্ত্র পাঠে-পাঠে
নিষ্পাপেরও বলিদানে শুচিস্নাত
খড়গহস্ত সভ্যতা!
ত্রাতা ধরে থাকে শাণিত তরবারী হাতে
মেডুসার মস্তক ৷
নারকীয় ইশারায় বিন্দু-বিন্দু প্রতিশোধ
খাঁ-খাঁ নিঃসঙ্গতায় পয়দা করে
মারণঘাতী বৃশ্চিক!
অদৃষ্টেরও নির্মম পরিহাসে,স্বর্গচ্যুত
চোখে-চোখে মৃত্যু রচে যায়
শেষদিবসেরও অপ্রিয় সত্য ৷
তবে কে ভুলাবে আজ,টাইটানেরও রোষ
এক অনিশ্চিত ভরসায়?