জাদুর কাঠি আজ কালো ডাইনীর হাতে ৷
হে মিথ্যারও অভিশপ্ত ঐন্দ্রজাল,অবিশ্বাসেরও
ধোঁয়াশায় আর কত দেখাবি জুজু বুড়ির ভয়!
মনোরঞ্জনেরও আদিম হিংস্র খোরাকে নরকেরও
রক্ত-মাংসপিন্ড যখন সীনের অববাহিকায়
পুঁতেছে হলোকাস্টেরও ধ্বংসবীজ!
আলোকিত তারার কৃৃৃষ্ণগ্রহনে উদার জমিনে
অহংকারে তর্জণী তুলে শ্রেষ্ঠত্ব!
নীল আসমানটা ভেঙে খান-খান!
অনল ঈর্ষায় শতপুষ্পী গুলিস্থানে অন্ধকার হতে
খসে পড়ে বিবেক বিদারী দুষ্ট বিদ্রুপেরও
বাক্যবাণ!
নিজ গলা নিজে টিপে আত্নহুতি দেয় নীলাদ্রি
উদারতা!
অন্ধচোখা বেগুনী ল্যাভেন্ডার ভুলে গেছে
রক্ত পপি হারানোর শোক!
হায়রে সাজ বসন্তেরও টিউলিপ!স্বৈরাচারী শীত
যখন আর বুঝতে চায়না রংধনু প্রজাপতীর
মাধবীকুঞ্জ হারানোর দুঃখ!