পাপড়ির পর পাপড়ি খুঁজে পেয়েছি
শুধু সুধা শোষী জঘন্য কীট!  তবুও
টগর হয়ে চুমেছি বিষ পীপড়ার মুখ;
পবনকে ভালবেসেছি           বলে!
ছলনাময়ী মেঘ নিল      অজানারও
পিছু!বৃৃৃৃষ্টির কান্না মুছে        জড়িয়ে
ধরেছি মাটি!ক্ষুধায়       গিলে খেল
জীবনের সারবত্তা ৷ কচি চারা  গাছে
লিখেছি যখন কাল হতে   কালান্তরে
আত্নপরিচয় ৷          ফাগুনের গলে
পরিয়েছি দেবকাঞ্চণ মালা ৷  প্রেমের
বিদারী ফল ফাটে অভিমানী জ্যৈষ্ঠে ৷
অস্তিত্বের আগমনী গান    আবার এ
ধরণীর মুখ নতুন হয়ে দেখবে বলে ৷
ছুটে চলার নাম যখন গ্রীষ্ম থেকে শরৎ
নয়তবা আবার শীত     থেকে বসন্ত ৷