নীল আসমানে লেখেছি দুঃখেরও কথা কাল
মেঘেরও ভাষায় ৷ হায় দক্ষিনা দমকা পবন!
তুইও মুছে দিলি শ্রাবন কান্নারও         শেষ
ভরসা!আলোরা কি দেখবেনা            আর
গোধূলিও রক্তাক্ত লেলীহান?স্বর্ণ     লতায়-
লতায় হারিয়ে গেছে বন কুলেরও   পরিচয় ৷
আদিত্যের প্রভাত দেখেনা আর মামুলি ঘাস
ফুল ৷ বিচারত হাবিয়ার ওপাড়ে!   ফরিয়াদ
সব ধৃৃৃৃত মাছের মত পুলসেরাতে       কেটে
টুকরো-টুকরো হয়ে খসে পড়ে     মালিকের
রাজ্যে!প্রজ্জ্বলিত উনুন ছাড়ে দীর্ঘশ্বাস!  তপ্ত
কড়াইতে যখন মুখোশ পরা    অপদেবতারা
ভাজে শান্তির ব্যঞ্জন!অস্তিত্বের       পরাশ্রয়ী
পাকুড় আঁকড়ে ধরে থাকে খসে          পড়া
পলেস্তারের পীড়নেরও         লাল  কুঠিরের
প্রাচীর ৷ হায় বিবেক মরা মিথ্যা     আবেগের
বেসাতি ছড়ানোর বেনীয়া!ভুলিয়ে দিতে চাস
বোমায় দগ্ধ নাপাম বালিকার       আর্তনাদ!
নাসাকার বেয়োনেটের এক খোঁচায়  মৃৃৃৃৃত্যুরও
সাক্ষী নাফ যদি হয় আজ মিথ্যা,তবে রক্তাক্ত
আঙুলে স্বর্গ-মর্তের মাঝের এই        ধূসরও
সময়ে লিখে যাব সব    সরব মুখেরও কথা ৷