নীল পাখিটি আসে খোলা বাতায়নে  
দুঃখেরও সংগীতে ৷
অন্তরের ভাষায় উঠেছে শব্দ ঝড়
আত্নারও স্বরে ৷
চিন্তারা কয় কথা সদা অনুভবে ৷
দৃৃৃৃৃষ্টরা মিলায় যেথা, ক্ষণেরও সান্নিপাতে ৷
বিচ্ছেদের সিঞ্চনে বেদনার যে ফুল
ফুটেছে মৃৃত জমিনে,
তাই দিয়ে গেঁথে বিনি সুতারও মালা
বেঁধেছি ভিতর বাহিরে ৷
মুছে গেছে যত নোনা অশ্রুজল
সৃৃৃষ্টিরও উপশমে ৷
প্রাণেরও স্পন্দন কয় কথা,
হৃৃৃদয়েরও পংক্তিতে-পংক্তিতে ৷
বুক বিদারী প্রকাশ সাদা কাগজে অকুতোভয়ে ৷
চিত্তের আলো দেখায় পথ সময়ের অবাধ্যতারে ৷
কল্পনারা আঁকে জীবনের দৃৃৃশ্যপট
বোধেরও পঞ্চ রঙে ৷
খন্ডিত চেতন মিলেছে একি বৃৃৃৃত্তে
মর্মেরও আলিঙ্গনে ৷