নীল প্রশ্ন? রক্তাক্ত বিস্নয়!
নষ্ট কল্পনাগুলো সব আজ হলুদ ভাদরে
কামার্ত সারমেয়ের লোলুপ জিহবা!
শাস্রের অভিশাপে জিঞ্জীরে বন্দী স্বর্গের
প্রতীমা ৷
প্রতিরাতে আসমান হতে নামে নরকের
ঈগল,আর পেট খুবলে কলিজা খায়
অবলার!
জিউস তুমি হারিয়েছ বিশ্বাস ৷
কাঁচে পড়া কুয়াশার মত বারে-বারে
দুঃখ মুছে নিঃস্বার্থ সঙ্গেরও কাঙালিনী হেরা!
অলিম্পাসে বন্ধ হল যেদিন আর্তিমিস বন্দনা,
সর্প শীর করা অভিশাপ এখন কেবলি
নিষ্ফলা চিৎকার!
বেদনা সিক্ত মৃৃৃতেরও মাটিতে ফুটা খুনে
পপি চায় ফয়সালার আবদার ৷
হায় নরপশু!কে করবে আজ তোমার বিচার?
হতভাগিনী ক্রাসাডা যখন ভালবেসেছিল
শুধুই মহাপরাক্রমীর বর!
নিকষ কালোতে জেগে থাকা জোনাকীরা
আজ সব চেটে-পুটে খাওয়া
হায়নার চোখ!
খোলা হাওয়ায় দম নেয়ার অধিকার কাড়ে
মেকী সংস্কারেরও আবক্ষ আভ্রূ!
কালকেউটের দংশনে কাতরায় যখন অস্তিত্ব,
চলতে থাকে নিরেট অবান্তরের দ্বন্দ
নাঙা পায়ে!না পাদুকাতে!?