নিভে গেছে মোমেরও শিখা
যাজকের এক ফুৎকারে ৷
অগ্নির চিতায় ভস্ম
বাবুইয়ের ভালবাসা ৷
সতীত্বের সাক্ষ্য দেয় আকন্ঠ
হেমলকের নিংড়ানো গরল ৷
ঈর্ষায় রক্তিম সফেদ টিউলিপ;
আত্মকুশপুত্তলিকার দহনে ৷
সুখের সওয়ারী কুৎসিত অবিশ্বাস ৷
কাঁদে পতিব্রতা শ্বেতপাথরের দূর্গে
ঈশ্বরের ঘন্টায় খড়গের মিথ্যা অভিযোগে ৷
ভয় নেই সেবার কন্যা,
বৈধব্যের লালসা যত
দৈবেরও ধূসর ধোঁয়াশাতে ৷
বিশ্বাস মরে যখন পাতানো সমরে,
থেতলে যায় লা-জবাব প্রস্তর বর্ষণে ৷
পড়েছে নষ্টা পায়ে তপ্ত শিকের ঘা;
ঘাতকের হাত আজ সম্মানের ৷