ফুটেছে শবের ফুল,শোকার্ত রজনী!
মৃত কৃষ্ণ বনে বিয়োগের প্রতিধ্বনি?
উতলা বাতাসের শিষে শোকের মাতাম!
নিশ্চুপ আসমান,তারারা জোনাকী ৷
জ্বলছে অঙ্গার যেন ভলডেমার্টের মুখ!
তপ্ত প্রতিটি নিশ্বাসে হাউন্ডস শিকারী!
বিহঙ্গ বিনে বসন্ত,বিরাণ বিটপী!
সময়ের পর সময়ে কেঁদে যায় হরিণী!
আয়েশের মন্ত্রে যখন ধ্বংসের প্রেতাত্মা,
অভিশপ্ত মেঘ ছুড়ে জ্বলন্ত বৃষ্টি!
গলছে ধরণীর জমাট কষ্ট,নূহের দ্বিতীয় প্লাবন ৷
প্যানের শেষকৃত্যে বাজছে সিরিংক্সের বাঁশি!