সারমেয় স্বপ্ন,টুকরীতে দলা পাকানো গতর ৷
হায় ভাবলেশহীনা রাত!সোডিয়াম বাতির
নিচে কি তবে সবি আজ কাল?
ভাগ্যের চাকা ঘুরায় যখন হুতুমা জীবন ৷
দিনে নিদ,রাতে হাঁক ৷
ক্লান্তিরা সব উবে যায় বিষ পোড়ানো ধোঁয়ায় ৷
সশব্দে কত পদযুগল আসে-যায় এই ব্যস্ততম
নিঃস্পৃৃহে!
সারবদ্ধ প্রাণের রসদেরও আর্তনাদ ভাঙায়
কুম্ভকর্ণেরও ঘুম!
শৃৃৃৃঙ্গ থেকে একি ভার বারে-বারে পাতালে
নামায় সিসিফাস ৷
ললাটের অভিশাপে ব্যর্থতা দেয় যখন
পাশারও শেষ দান!
দম্ভিত লতাবট ফাঁস দিয়ে মারে
আশ্রয়দাতারও শেষ অস্তিত্ব!
দিকে-দিকে শুধুই আজ সপ্তাশ্চার্যের পূজা!
মহাপ্রাচীরের তলদেশে হাজার বছর ধরে পড়ে
থাকে অগোচরে অপাংক্তেয়র অবশেষ!
হায় শ্বেতপাথরের তাজমহল!শুধুই শেখালি
পারসিক লাল গোলাপের শোক,কিন্তু ঘামের দাম;
সে কি আজও বিরহী যমুনার নিঃশব্দ কান্না?
হে শৌর্যেরও আইফেল,সৃৃৃষ্টির শিখরে আর
কত দেখাবি স্রষ্টার বিসর্জণ?
তবুও অস্পৃৃৃৃশ্য দেখে যায় সারমেয় স্বপ্ন,
ভাগাড়ে ফেলে দেয়া বাসি উচ্ছিষ্ট্যের!