কুঞ্জ হাসে রক্ত লালে!
অলী নাচে মধুরও পিয়ে!
কামিনী সৌরভে বিহগের গীতি ৷
ক্ষনিকেরও অপ্সরা অপলকে
চুমু দিয়ে যায় বাতাস রাগমোচে!
হায় রঙ্গীলা অতীতেরও বিবর্ণ অবশেষ!
ক্রন্দিত-কম্পিত অতৃৃপ্ত হাতে তুলে
ধরেছি ঝরা পাপড়ি!
ভালবাসিনি গোলাপ ফুল,
শুধুই ভালবেসেছি যে গোলাপ বলে!
প্রেমেরও জারিত আবেগ,সেত রস সিক্ত
মেদিনীতে জড়ানো প্রেমাতুর মিষ্টি আলুরও লতা!
সোনালী হেমন্তে হীরণও রাতের স্বর্গ মৈথুন
যে আজ ভঙ্গুর শুকনো-খটখটে ইতিহাস!
তবুও টেনে রাখে আঁধারে সময়েরও অকৃৃৃত্রিম
জমাট মায়া;
বসন্ত হতে বসন্তে, যে জাগবে আবার অবুঝ হয়ে ৷