সিসিফাসের ঘাম,পাথরের বোঝা কাঁধে ৷
কোথায় অধরা অলিম্পাস?দেবতারাজ হাসে ৷
মরফিয়াসের এক ফুৎকার,
স্বপ্নরা সব উড়াল প্যাগাসাস!
খুলে দুটি চোখ হাবিয়ারও পাতালে!
সভ্যতার গলে গতির ফাঁস,
উগরায় বসুমতি মহাকালেরও জমাট কালোরস ৷
পথ অজানা;সঙ্গী যখন সিন্দাবাদেরও দেও!
ক্রাকান শুষে শীর্ণ গতরেরও খুম!
পুড়ছে রডোডেনড্রন অভিশপ্ত হুতাশনে!
গুলগুলিরও ফোঁকর,"শেষ বিকেলেরও
এক চিলতে আলোতে;
মলিন পাথরকুচিটা তবুওত হাসে ৷"