তবুও বাঁচতে হবে প্রিয় হারানোর কালো শোকে ৷
মহাপ্রস্থানের অশ্রু বিন্দু মৃৃৃৃৃৃত্যুর খোর খাতায়
টানিয়া দিবে আরেকটি দাগ হিসাবের টালিতে ৷
ফেরারী দুঃসংবাদে অস্তিত্ব আতঙ্ক অমানিশায় ৷


দূর হয়েছে আপন, জরা যখন জড়ায়ে ধরে ৷
পড়ে থাকে শেষ বিদায়ের দিনে পাখি শূন্য খাঁচা ৷
কাছে থেকেও উত্তরাধিকার দেখে দূরের গোরে
দিনের শেষ বিন্দুতে মায়িতের অতৃৃৃপ্ত বাসনা ৷


মাথা তুলে দাঁড়াও আবার,হত কেন নত শিরে ?
নতুন প্রভাতে জাগিবে আশা,ফুটিবে প্রাণে ফুল ৷
চলে গেছে যে যাবার,কার সাধ্যি তারে ধরে রাখে ৷
সুখ-দুঃখরা চায় সম্মুখে,ফেলে অতীতের ভুল ৷


মঙ্গল বিচ্ছেদী শ্লাঘায় উপড়ে পড়ে থাকা নয়,
সময়ের উপশমে সেরে যাক যাহা গ্লানিময় ৷


কবিতার ধরণ:চতুর্দশপদী,
রীতি:শেক্সপিয়ারিয়ান,
মাত্রা:আঠার,
ছন্দ: অক্ষর বৃৃৃৃৃত্ত,
পদে অন্তমিল:
ABAB  CDCD  EFEF  GG
বিষয়:কবিতাটিতে করোনায় প্রিয়জন হারানোর শোকে সমবেদনা জ্ঞাপন করা হয়েছে ৷